“রনস টেক অনলাইন ডেলিভারি এর শর্তাবলী নিম্নরূপ-

ঢাকা শহরের মধ্যে:

  • আমাদের ক্যাশ অন ডেলিভারি (COD) এর মাধ্যমে পণ্য গ্রহণ করার সুবিধা রয়েছে।
  • কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের মূল্যের সম্পূর্ণ অথবা আংশিক মূল্য বিকাশ, ব্যাংকট্রান্সফার অথবা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে এডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।
  • পেমেন্ট কনফার্মেশনের এসএমএস/ইমেইল পাবার পর ৩ দিনের মধ্যে ক্রেতাকে পেমেন্ট করতে হবে। এর পর পেমেন্ট করলে পণ্য স্টক শেষ হয়ে যেতে পারে অথবা মূল্য পরিবর্তিত হতে পারে।
  • অর্ডার কনফার্ম হওয়ার ১-৪ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি করা হয়।
  • ডেলিভারি চার্জ পন্য, স্থান এবং পণ্যের আকার ভেদে পরিবর্তন হতে পারে।
  • ঢাকার মধ্যে পণ্য ডেলিভারি চার্জ  ৳১০০(*সকল পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
  • বর্তমানে করোনা সংক্রমণ রোধে বিল্ডিং এর ভেতরে নির্দিষ্ট ফ্ল্যাট এ গিয়ে ডেলিভারি সাময়িক বন্ধ রাখা হয়েছে। ক্রেতাকে বিল্ডিং এর মেইন গেট থেকে পণ্য রিসিভ করতে হবে।

ঢাকা শহরের বাইরেরঃ

  • বাংলাদেশের সব প্রান্তের কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানো হয়।
  • কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের মূল্যের সম্পূর্ণ অথবা আংশিক মূল্য বিকাশ, ব্যাংকট্রান্সফার অথবা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে এডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।
  • পেমেন্ট কনফার্মেশনের এসএমএস/ইমেইল পাবার পর ৩ দিনের মধ্যে ক্রেতাকে পেমেন্ট করতে হবে। এর পর পেমেন্ট করলে পণ্য স্টক শেষ হয়ে যেতে পারে অথবা মূল্য পরিবর্তিত হতে পারে।
  • পণ্য ডেলিভারি চার্জ  ৳২০০(*সকল পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
  • অনলাইন অর্ডারের ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা হয়।
  • কুরিয়ার সার্ভিস চার্জ এবং কন্ডীশনাল পে-মেন্ট এর চার্জ ক্রেতা প্রদান করবে ।
  • প্রোডাক্ট পৌঁছানোর সময় এবং ডেলিভারি চার্জ নির্ভর করবে নির্দিষ্ট কুরিয়ার সার্ভিস ও প্রোডাক্ট এর ভিন্নতার উপর।
  • অর্ডারক্রীত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন অথবা মূল্য রিফান্ড করা হবে।

বিঃদ্রঃ- রিফান্ড এবং রিটার্ণ পলিসি সম্পর্কিত তথ্য জানতে

বিস্তারিত জানতে কল করুন – +8801814948569 (সকাল ১০টা থেকে রাত ৮টা)